হুগলি, ৪ জুলাই:- দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙা এলাকায় বাড়ি লালবাবু গোয়ালার।বাড়ি থেকে কয়েক হাত দূরে পয়েন্ট ব্ল্যাকবেঙ্গল থেকে গুলি করে তাকে খুন করা হয় গতকাল সন্ধ্যায়। কলকাতা কর্পোরেশনের কর্মী লালবাবু বাড়ি ফিরছিলেন সেসময়। যে এলাকায় খুন করা হয়েছে তাকে সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। কি কারনে লালবাবুকে খুন করা হয়েছে তা এখনো স্পস্ট নয়। পারিবারিক গন্ডোগোলের দিকের পাশাপাশি লালাবাবুর জীবন যাপনের দিক খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতেই তার ভাইপো আদিত্য এই আদিত্য গোয়ালাকে আটক করে পুলিশ। আদিত্য নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের ছাত্র।
তার মায়ের দাবি ঘটনার সময় আদিত্য বাড়িতেই ছিল। লালবাবুর ভাই ধর্মেন্দ্র গোয়ালার সঙ্গে ২০০১ সালে বিয়ে হয়েছিল নীলুর। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হলের বিবাহ বিচ্ছেদ হয়নি। নিউ কাজিডাঙাতে কয়েকটি বাড়ির তফাতে বসবাস করেন তারা। লালাবাবুর ভাই ধর্মেন্দ্রও কলকাতা কর্পোরেশনে কাজ করেন। কি কারনে খুন সে বিষয়ে কিছু বলতে চাইছে না লালবাবুর পরিবার। তবে তাই ভাই এর শ্বাশুড়ি সুশীলা দেবীর দাবী, লালবাবু খুব একটা সজ্জন ব্যাক্তি ছিলেন না।তার একাধিক বিবাহ। মদ খেয়ে গালিগালাজ এলাকায় ভয়ে কেউ তার মুখ লাগত না।বাড়িতেও অশান্তি ছিল। জানা গেছে এলাকার কিছু সমাজ বিরোধীর সঙ্গেও যোগ ছিল লালবাবুর। সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।