এই মুহূর্তে জেলা

কোন্নগর ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির।

হুগলি, ৪ জুলাই:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত চন্দননগর পুলিশ কমিশনারেটের কোন্নগর ট্রাফিক পুলিশদের তৎপরতায় আয়োজিত হল একটি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার স্বাস্থ্য শিবির। যেখানে একাধারে রক্তদানের সঙ্গে সঙ্গে চলে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও সচেতনতা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির উপস্থিতিতে আয়োজিত হয় অনুষ্ঠান।

যেখানে হেলমেট না পড়া কিছু বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট একই সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা করার জন্য একটি বাইক রেলি ও একটি সুসজ্জিত ট্যাবলু বার করা হয় পুলিশের তরফে। প্রায় ৫০ জন্য রক্তদাতা রক্তদান করেন এই দিন এই স্বাস্থ্য-শিবিরের অধিক মানুষ চক্ষু পরীক্ষা করান এখান থেকে। এই বিষয়ে পুলিশ কমিশনার অমিতকে জাভাল কি তিনি জানান, নিত্যদিন যেভাবে বাইক দুর্ঘটনা বেড়ে চলেছে তার থেকে বাঁচার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ ও প্রশাসন তবে সবার আগে সজাগ হতে হবে জনগণকে।