এই মুহূর্তে কলকাতা

প্রোটোকল ভঙ্গে ডিএম ও সিপি রাজ্যপালের রোষে, সরকারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ।

কলকাতা, ৩ জুলাই:- প্রটোকল ভঙ্গ করার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোস দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে এই দুই আধিকারিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে জানানো হয়েছে প্রোটোকল অনুযায়ী মঙ্গলবার রাজ্যপালের উত্তরবঙ্গ সফর কালে জেলা প্রশাসনের এই দুই শীর্ষ আধিকারিকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, রাজ্যপাল বাগডোগরা হয়ে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে কয়েক ঘণ্টা থাকলেও শিলিগুড়ির জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারের দেখা পাওয়া যায়নি। অভিযোগ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কোনও পদাধিকারীও উপস্থিত ছিলেন না।

একদিন আগে মুখ্যসচিবকে জানিয়ে উত্তরবঙ্গে গেলেও পুলিশ-প্রশাসনের পদাধিকারিদের এই অনুপস্থিতি অস্বাভাবিক বলে দাবি করা হয়েছে। এই কারণেই ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। গার্ড অফ অনারও দেওয়া হয় রাজ্যপাল। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে শিলিগুড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও সেই কর্মসূচির অর্ধেকটা পালন করেই নয়াদিল্লি ফিরে গিয়েছেন রাজ্যপাল। যা নিয়ে মঙ্গলবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। রাজ্যপাল জানিয়েছেন, চোপড়ার নির্যাতিতা রাজভবনে গিয়েই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। নিজের বাড়িতে বা জেলায় সাক্ষাতে রাজী নন। পাশাপাশি জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে ফোনে কথা হয়েথ রাজ্যপালের। ওই মহিলা পরে রাজভবনে দেখা করতে পারেন।