এই মুহূর্তে কলকাতা

সরকারের প্রস্তাবিত কঠোর আইনটি পাস হলে গণপিটুনির মতো ঘটনা আটকানো যেত, দাবি অধ্যক্ষের।

কলকাতা, ২ জুলাই:- গণপিটুনির ঘটনা আটকাতে রাজ্য সরকারের প্রস্তাবিত কঠোর আইনটি পাস হলে সাম্প্রতিককালে ঘটা এ ধরণের অনেক ঘটনা আটকানো যেত বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় অধ্যক্ষ বলেন, এই ধরনের ঘটনা আটকাতে কঠোর আইনের প্রয়োজনীয়তা কেন্দ্রীয় সরকার এখন অনুভব করছে কিন্তু এ রাজ্যের সরকার আগেই সে ব্যাপারে তৎপর হয়েছিল। তাই ২০১৯ সালে বিধানসভায় গণপিটুনির রুখতে বিল পাস করানো হয়। অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই বিল গত পাঁচ বছর ধরে রাজভবনে পড়ে আছে।

রাজ্যপালের তরফে একাধিকবার তলব করা ব্যাখ্যার জবাব দেওয়ার পরেও ওই বিল আটকে রাখা হয়েছে।এদিকে সাম্প্রতিক উপনির্বাচনে নবনির্বাচিত দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে জটিলতা এখনো অব্যাহত। এ দিনও তাঁরা বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসেন। এদিকে সায়ন্তিকা ও রেয়াত যখন শপথগ্রহণের দাবিতে ধর্না চালিয়ে যাচ্ছেন তখন কোচবিহার ও চোপড়ায় নারী নির্যাতনের অভিযোগ নিয়ে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়করা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধানসভার গাড়ি বারান্দার সিঁড়িতে এ দিন অবস্থানে বসে পড়েন। এই পরিস্থিতিতে ঘণ্টা দুয়েক বিধানসভার প্রাঙ্গনের দুই প্রান্তে মুখোমুখি ধর্নায় বসে থাকেন দুই দলের সদস্যরা।