হুগলি, ১৯ জুন:- স্থানীয় সূত্রে জানা গেছে,ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড সাহেব বাগান এলাকায় গতকাল সন্ধা থেকে এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটির নাম আরাধ্যা রাম। বয়স এক বছর নয় মাস। শিশুর বাবা ভিকি রাম জানিয়েছেন, তারা বৈদ্যবাটিতে ভাড়া থাকেন। ভদ্রেশ্বর সাহেব বাগানে তার শশুর বাড়ি। স্ত্রী পার্বতী রাম বিউটিশিয়ানের প্রশিক্ষণ নিতে বাপের বাড়ি ছিলেন।
সেখানে বাড়ি কাছে তার মেয়ে খেলে করে। গতকালও খেলা করছিল। সন্ধার পর থেকে আর তার খোঁজ মেলেনি। ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হয়।আজ ভদ্রেশ্বর থানা পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি শুরু হয়।বাড়ির কাছে একটু খাল রয়েছে সেই খালে তল্লাশির পাশাপাশি ধোপঝাড় জঙ্গলেও তল্লাসী চলে।পাতকুয়ার জল সেচ করেও দেখা হয়। পুলিশ জানিয়েছে তল্লাসীর সুবিধায় ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হবে।