কলকাতা, ১৭ জুন:- রাজভবনের নিরাপত্তা থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অবিলম্বে রাজভবন থেকে পুলিশকর্মীদের সরিয়ে দিতে ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না।
তাই রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে ফেলা হোক। উল্লেখ্য, রাজভবনে পুলিশের বাধায় গত বৃহস্পতিবার ঢুকতে না পারার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে রাজ্য সরকারের আচরণের সমালোচনা করে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।