এই মুহূর্তে জেলা

বহুতলে আগুন লাগলে আর মই নয়,হুগলি- চুঁচুড়া পৌরসভা আনলো স্কাই লিফটার।

হুগলি, ১৫ জুন:- ঝড়ে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না, হুগলি চুঁচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসে। অতিতে আয়লা, ফনি অথবা আমপান হালের রেমালের মত ঘূর্নিঝড়ে গাছ ভেঙে পরে, বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় লাগে।বহুতলে আগুন লাগলে দমকলও সমস্যায় পরে। এবার বাইরে থেকেই আগুন নেভানো এবং উদ্ধার কাজ করতে পারবে।

কলকাতার মত বড় শহরে স্কাই লিফটার থাকলেও মফস্বল শহরে তা ছিল না। চুঁচুড়া পুরসভা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়ে এই হাইড্রা মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। আজ তার ডেমনস্ট্রেশন হয় পুরসভায়। ত্রিশ ফুট উচ্চতায় তিনশ ষাট ডিগ্রী ঘুরে কাজ করতে পারবে স্কাই লিফটার। উঁচু গাছকে ট্রিম করাই হোক অথবা স্ট্রিট লাইট ঠিক করা। হাইমাস্ট লাইট খারাপ হলেও সহজেই কাজ করতে পারবে। পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও স্বাস্থ্য দপ্তরে সিআইসি জয়েদব অধিকারী জানান,কোনো সরকারি সংস্থা বা ব্যাক্তিগত প্রয়োজনেও স্কাই লিফটার ভারা দেওয়া হবে।