কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন।
এই বিষয়ে সব ধরনের সঠিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। উল্লেখ্য সেখানকার দক্ষিন ম্যানগাফ জেলার একটি আবাসনে আজ আগুন লাগলে এখনও পর্যন্ত ৪১জন ভারতীয়র মৃত্যু ছাড়াও অনেকে আহত বলে খবর।