এই মুহূর্তে জেলা

পান্ডুয়ায় তৃণমূল প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর কার্যালয়, ঘটনায় গ্রেপ্তার এক।

হুগলি, ১১ জুন:- পান্ডুয়ায় তৃণমূল প্রধানের বাড়িতে হামলা অঞ্চলের যুব সভাতির বাড়িতেও চড়াও হয়ে মারধোর ভাঙচুর তৃণমূল কার্যালয়ে।আহত দুই গ্রেফতার একজন। পান্ডুয়ার হরাল দাসপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা ভোটে বড় জয় হয়েছে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। তিনটি বিধাসভায় হারলেও চারটি বিধানসভা থেকে বড় ব্যবধানে জয় হয়। পান্ডুয়া বিধাসভায় রচনা জয়ী হন ২৫৭৮৬ ভোটে।যেখানে হার হয়েছে সেখানে তৃণমূলের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। জিতে যাওয়া পান্ডুয়াতেও তৃণমূলের দ্বন্দ্ব দলের মাথা ব্যাথার কারন হতে পারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুনা ক্ষেত্রপালের বাড়িতে বেশ কিছু লোক চড়াও হয়। প্রধানকে হুমকি দেয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে।এরপর ভাঙচুর চালায়। প্রধানের ঘনিষ্ঠ ওই অঞ্চলের যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতেও হামলা করা হয়। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আশিফের বাবা আব্দুল আজিম মল্লিক ও তাদের প্রতিবেশি মাজিদ হালদারকে বেধরক মারধোর করা হয়।

দুজনেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। আসিফের অভিযোগের ভিত্তিতে সেখ রুস্তম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। প্রধান করুনা ক্ষেত্রপালের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি রাজা সরকারের লোকজন এই হামলা চালিয়েছে। আমাকে প্রধানের পথ থেকে সরে যেতে বলা হচ্ছে। না হলে বলেছে সবাইকে কেটে পুড়িয়ে খাবে।তার আক্ষেপ জানতাম না এই দল করলে এই পরিস্থিতির শিকার হতে হবে। ওরা পঞ্চায়েত দখল করতে চাইছে কারণ আমি সৎ ভাবে পঞ্চায়েত চালাচ্ছি ওরা কিছু করতে পারছে না তাই। প্রধানের বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন কিছু বলতে না চাইলেও পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, সবাই তৃণমূলের লোক। কি হয়েছে বিষয়টা দেখবো। কেউ যদি দোষ করে থাকে প্রশাসনকে বলব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। দল কখনো বলে দেয়নি মারদাঙ্গা করতে। বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, বিজেপির এলাকা দখলের লড়াই কে তোলাবাজির বরাত পাবে তার লড়াই। তাই নিজেদের অফিস ভাঙছে নিজেদের মধ্যে মারামারি করছে।এরা মানুষের জন্য লড়াই করে না।এটা হওয়ারই ছিল।