এই মুহূর্তে জেলা

শান্তনুর মন্ত্রীত্বে ঠাকুরবাড়িতে উৎসবের আমেজ।

উঃ২৪পরগনা, ১০ জুন:- কেন্দ্রীয় মন্ত্রীসভার রাজ্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। আর সেই মহাসন্ধিক্ষণকে ঘিরে ঠাকুরবাড়িতে উৎসবের আমেজ। ফাটলো রঙিন আতশবাজি-পটকা, সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ-গুরুচাঁদ এর নামে হরিবল ধ্বনি আর ডংকা-কাসর-সিঙা। সান্ধ্যকালীন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুরবাড়িতে জমে বিজেপি কর্মী সমর্থক ও শান্তনু ঠাকুরের অনুগামীদের ভিড়।

আগামীকাল রাজ্য জুড়ে মতুয়া ধর্মের সংঘাধীপতিরা আনন্দ উৎসব পালন করবে। অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা ঠাকুরের অভিযোগ করেন বিগত পাঁচ বছর সান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু বনগাঁর জন্য কোন কাজ করেননি। এবারও মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন, বনগাঁর মানুষ তাকে সমর্থন করেছে, তার উচিত বনগাঁর মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা।