হাওড়া, ৯ জুন:- ফের ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত জগৎবল্লভপুরের বাসিন্দারা। গত সাত দিন আগেই এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাইয়ের পর রবিবার ফের এক বৃদ্ধের গলা থেকে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। জগৎবল্লভপুর থানার পাতিহাল এলাকায় ওই ঘটনা ঘটে।
এক বৃদ্ধ সকালে তাঁর দোকান খুলে বসেছিলেন। বাইকে করে দুই যুবক এসে তাঁর থেকে তেল চায়। এরপর তেল কেনার অছিলায় বৃদ্ধের গলা থেকে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সেই ছবি ধরা পড়ে দোকানের সিসিটিভিতে। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। দুষ্কৃতীরা এখনো অধরা।