হাওড়া, ৮ জুন:- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন হলেন ঠাকুমা! এই ঘটনায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ঠাকুমাকে খুনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির উত্তর ঘোষপাড়ায়। মৃতার নাম মিনতি দত্ত বলে জানা গেছে। ঘটনায় অভিযোগের তীর নাতি ও নাত-বৌমার বিরুদ্ধে। ঘটনার পর ছোট ছেলে পলাতক বলে জানা গেছে। শনিবার সকালে ঘটনাস্থলে আসে নিশিন্দা থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরেই এদের পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল।
নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মিনতি দত্তের ছোট ছেলের বড় ছেলে ও তার স্ত্রীকে আটক করেছে। ঘটনার পর বৃদ্ধার ছোট ছেলে পলাতক। প্রতিবেশীদের অনুমান, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বৃদ্ধাকে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।