এই মুহূর্তে জেলা

গণনা মিটতেই তৃণমূলের দুই ‘গোষ্ঠী’র সংঘর্ষ হাওড়ার চামরাইলে, উত্তেজনা

হাওড়া, ৫ জুন:- গণনা মিটতেই তৃণমূলের দুই ‘গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো হাওড়ায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড়ের চামরাইলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় আহত উভয়পক্ষের ৬-৭ জন। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন মহিলারাও। চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল সমর্থকদের।

তবে, অভিযোগ অস্বীকার করে উপপ্রধানের পাল্টা অভিযোগ তাঁদের লোকেদের উপরেই হামলা চালানো হয়। পারিবারিক সমস্যা নিয়ে গন্ডগোল। ঘটনার বিষয় জানতে গেলে উল্টে তারাই হামলা চালায়। এরমধ্যে রাজনীতির কোনও বিষয় নেই। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ।