এই মুহূর্তে জেলা

মধ্য হাওড়ায় পরিবহন কর্মীদের টিকাকরণ ক্যাম্পের সূচনা করলেন অরূপ রায়।

হাওড়া, ২৮ মে:- মধ্য হাওড়ায় পরিবহন কর্মীদের টিকাকরণ ক্যাম্পের সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়। আপদকালীন পরিস্থিতিতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলেও অর্থদান করলেন মন্ত্রী। হাওড়া পুর এলাকায় হকার এবং পরিবহন কর্মীদের মোট ৬টি কেন্দ্রে শুক্রবার সকাল থেকে টিকাকরণের কাজ চলছে। এরমধ্যে মধ্য হাওড়ার রায়ভবনে পরিবহন কর্মীদের টিকাকরণ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়।

উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর সদস্য তথা হাওড়ার বিদায়ী পুরবোর্ডের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য। এদিন টোটো, অটো, টাটা এসি সহ বিভিন্ন গাড়ির চালক ও পরিবহন কর্মীদের টিকাকরণ কেন্দ্রের ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী। অন্যদিকে, এদিনই আপদকালীন পরিস্থিতি ও পশ্চিমবঙ্গ সরকারের করোনা ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা প্ৰদান করেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হাওড়া পুরনিগমের এডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপার্সন অরূপ রায়।