কলকাতা, ১ জুন:- শেষ দফা ভোটের কার্যত শেষ লগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। ভোেট শেষে বুথ থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে দুই তর্জনি তুলে ‘ভি’ চিহ্ন দেখান তৃণমূল নেত্রী। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় শনিবার রাজ্যের নয় আসনে ভোট নেওয়া হয়। পাশাপাশি বরাহনগর বিধানসভা আসনের উপনির্বাচনও চলছে। সূত্রের খবর, সকালথেকেই কালীঘাটের বাড়িতে বসে টিভির পর্দায় চোখ রাখার পাশাপাশি দলীয় নেতৃত্বের কাছ থেকে নিয়মিত ভোটের খবরাখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি জায়গায় অশান্তির খবর কানে আসার পরে সেখানকার তৃণমূল নেতৃত্বকে সতর্ক করে দিয়ে সিপিএম-বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন।
বিভিন্ন জায়গায় ভোটের হার নিয়েও খোঁজখবর নেন। বিকেল চারটে নাগাদ ভোট দিতে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে নিজের পাড়া ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে হাজির হন তৃণমূল নেত্রী। সেখানে হাজির ভোটারদের সঙ্গে খানিক কথাবার্তা বলেন। পরিচিতদের খোঁজখবর নেন। পরে সোজা ঢুকে যান ভোট কেন্দ্রের ভিতরে। ভোট দিয়ে বেরিয়ে এসেই বাইরে অপেক্ষমান সাংবাদিক ও ভোটারদের উদ্দেশে দুই তর্জনি তুলে ‘ভি’ (ভিক্টরি) চিহ্ন দেখান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি তৃণমূল সুপ্রিমো। তবে তাঁর শারীরিক ভাষাই বলে দিচ্ছিল, ২০১৯ সালের চেয়েও তৃণমূলের ভাল ফল হবে বলে আত্মবিশ্বাসী তিনি।