এই মুহূর্তে জেলা

শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে ভাঙচুর ও হামলার অভিযোগ হাওড়ায়।

হাওড়া, ২৫ মে:- দলের দুই গোষ্ঠীর বিবাদে নিরীহ দোকান মালিকের উপর হামলা এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালির নিশ্চিন্দা থানার কালীতলায় এই ঘটনায় একই পরিবারের চারজন জখম হন। দুষ্কৃতীদের হামলায় শুধু দোকান ভাঙচুরই নয় গুরুতর জখম হয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন দোকানের মালিক অমিয় নস্কর। অভিযোগ মারধর করা হয় তাঁর ছেলে এবং স্ত্রীকেও। আরও অভিযোগ, নিরীহ সাধারণ মানুষ আক্রান্ত হলেও অভিযোগ পেয়ে রাত পর্যন্ত কোনও ব্যবস্থাই নেয়নি নিশ্চিন্দা থানার পুলিশ। থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের মেডিক্যাল রিপোর্ট করিয়ে আসতে বলা হয়। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বেশ কয়েকমাস ধরে নিশ্চিন্দার কালীতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দের ফলে বারে বারে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিনও এক গোষ্ঠীর অন্তত ১৫-২০ জন দুস্কৃতী অন্য গোষ্ঠীর একজনের খোঁজ করতে আসে অমিয়বাবুর দোকানে। তিনি জানান কাউকে দেখেননি। এরপরই নিরীহ ওই দোকানদারকে মারতে শুরু করে দুষ্কৃতীরা। এমনিতেই অসুস্থ অমিয়বাবু মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ তাঁর স্ত্রী ও ছেলেদেরও মারধর করা হয়। নিশ্চিন্দা কালীতলায় নস্কর পরিবার ওই দোকানটি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। ওই দোকান থেকেই পরিবারের ভরণ পোষণ চলে। সেই দোকানের আইসক্রিমের ডিপ ফ্রিজ সহ আরও বহু জিনিস ভেঙে দেওয়া হয়। একে শারীরিক নিগ্রহ ও দোকানের ক্ষয়ক্ষতির কারণে ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।