এই মুহূর্তে জেলা

বিজেপি মুখপাত্রের প্রভু জগন্নাথকে অপমান করার প্রতিবাদে শ্রীরামপুরে বিক্ষোভ।

হুগলি, ২২ মে:- জগন্নাথ দেব মোদির ভক্ত এমনটাই মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। এই মন্তব্যের পরেই দেশজুড়ে সমালোচনার ঝড়। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী বলেন দর্পের লঙ্কার পতন অনিবার্য। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এই বক্তব্যের মধ্যে দিয়ে উড়িষ্যা বাসীর ধর্মীয় ভাবে আঘাত করা হয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই বক্তব্যের তীব্র নিন্দা জানান। গোটা ঘটনায় শোরগোল জাতীয় রাজনীতিতে। এবার এই বক্তব্যের বিরুদ্ধেই বঙ্গে বসবাসকারী বেশ কিছু উৎকল বাসী শ্রীরামপুর ইন্ডিয়া জুটমিল সংলগ্ন জগন্নাথ মন্দিরে সামনে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হলেন।

তাদের বক্তব্য সম্বিত পাত্র তাদের আরধ্য দেবতা জগন্নাথ দেবকে অপমান করেছেন তাই তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে জগন্নাথ দেবের কাছে। তারা আরো জানায় সম্বিত পাত্র এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপির ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে তাই তাদের পতন অনিবার্য। যদিও চাপের মুখে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়ে জানিয়েছেন যে তিনি মুখ ফোঁসকে বলে ফেলেছেন। উড়িষ্যা বাসী কে বা জগন্নাথ দেবকে অপমান করা তার কোন উদ্দেশ্য ছিল না। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে উড়িষ্যা থেকেই নির্বাচনে লড়াই করেছিলেন সম্বিত পাত্র। যদিও তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেননি।