হুগলি, ২০ মে:- হুগলির জাঙ্গীপাড়ায় বুথে কাজ করতে আসা এক ITBP র এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশী দের মার ধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে ।জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
জাঙ্গিপাড়া থানার পুলিস উদ্ধার করে নিয়ে আসে। থানার অভিযোগ দেওয়ার করা হয়েছে বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে। জওয়ানকে আটক করে পুলিশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাহিনীর হাতে আবার শ্লীলতাহানী।যে রক্ষক সেই ভক্ষক।