এই মুহূর্তে জেলা

প্রচারের শেষ দিনে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুললেন বিজেপির রথীন।

হাওড়া, ১৮ মে:- হাইকোর্টের নির্দেশ অমান্য করে হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। তাঁর অভিযোগ, এমন ৮৫ জনের তালিকা এই মুহুর্তে তাঁদের হাতে রয়েছে যারা পুরসভার কন্ট্রাক্টচ্যুয়াল কর্মী। এদের মূলত ভোটের DCRC কন্ট্রোল ইউনিট এবং EVM কন্ট্রোল ইউনিটের কাজে নিয়োগ করা হচ্ছে বলে রথীন বাবুর অভিযোগ।

তিনি বলেন, আমরা ভোটে কারচুপির আশঙ্কা করছি। এবং এর সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। এই অভিযোগ তুলে বিষয়টি ইলেকশন অবজারভারকে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে রথীন বাবু জানান। তিনি বলেন, ব্যবস্থা না নেওয়া হলে তারা এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন।