এই মুহূর্তে জেলা

হুগলিতে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাসী আয়কর দপ্তরের।

হুগলি, ১০ মে:- তৃনমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস, বৈদ্যনাথ সাহা(বৈদ্য), সত্যরঞ্জন শীল(সোনা), দিলপ্রীত সিং,অভিজিৎ ঘট (টিংকু) সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে তল্লাসী। আজ সকালে আয়কর দপ্তরের একাধিক দল মগড়া ও বাঁশবেড়িয়ায় ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয়। সিআরপিএফ সঙ্গে নিয়ে তল্লাসী ও জিঞ্জাসাবাদ শুরু করে। প্রসঙ্গত, গত ৩ রা এপ্রিল লকেট চট্টোপাধ্যায় মগড়ার তৃনমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তৃনমূলের ফাইনান্সার এই সব ব্যবসায়ীরা দূর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ ছিল তার। আয়কর হানা নিয়ে লকেট চট্টোপাধ্যায় আজ বলেন, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলা বাজি চলছে।

যারা এসব করছে তাদের ছাড়া হবে না। নরেন্দ্র মোদি বলেছেন না খাওঙ্গা না খানা দুঙ্গা।দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। দুর্নীতি গুন্ডাগিরি মাফিয়া রাজ চলছে তার শেষ দেখতে চাই। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন, ব্যবসা করা কি অপরাধ নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ। লকেট চট্টোপাধ্যায় আগে থেকেই বলে রাখছেন যে কোথায় ইডি যাবে কোথায় সিবিআই যাবে কোথায় ইনকাম ট্যাক্স যাবে।তার মানে এজেন্সি গুলো বিজেপি হয়ে গেছে। আর যদি ব্যবসায়ীদের কথা বলে তাহলে ইলেক্টোরাল বন্ড টা কি।বিজেপি কত টাকা নিয়েছে।