হাওড়া, ১০ মে:- হাওড়া ও উলুবেড়িয়ায় শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন স্বপন দত্ত বাউল। বাইশ জেলা ঘুরে শান্তির দূত সম্মানিত স্বপন দত্ত বাউলের শান্তিপূর্ণ ভোটের বার্তা সারা রাজ্যেই নজর কেড়েছে। শুক্রবার হাওড়া ও উলুবেড়িয়ায় স্বপন দত্ত বাউল হাজির হন শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়ে মানুষকে সচেতন করতে। ভোট সচেতন করতে চলন্ত ট্রেনে, রেল স্টেশনে, ব্যস্ত জমজমাট রাস্তার মোড়ে, জনবহুল এলাকায় বাউল গানের মাধ্যমে প্রচার করেন তিনি। জনগণ, পুলিশ প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে সচেতন করেন সন্ত্রাসমুক্ত ভোট, ভয়মুক্ত ভোট করার জন্য।
প্রখর রোদ গরম উপেক্ষা করেও এদিন তিনি ছুটে আসেন খাজা আনোয়ারবেড় থেকে হাওড়া ও উলুবেড়িয়ায়। গানে গানে স্বপন বাউল বলেন, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তিভঙ্গ কেউ কোরোনা। বোমাবাজি প্রাণহানি, মারামারি, খুনোখুনি কেউ কোরোনা, মায়ের কোল শূন্য করে কেউ দিও না। নিজের ভোট নিজে দাও ভোট নষ্ট কোরো না। সন্ত্রাসমুক্ত ভোট হতে হবে। অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ জাত পাতের ভেদাভেদ করে গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। বক্তব্যে ও গানে তিনি আরও বলেন নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে। পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। সকল রাজনৈতিক দলগুলিকে ও জনগণকে শান্তিপূর্ণ ভোট করাতে হবে।