ঝাড়গ্রাম, ৯ মে:- বৃহস্পতিবার দিনে দুপুরে প্রকাশ্যে দাপিয়ে বেড়ালো একটি পূর্ণবয়স্ক হাতি। রাস্তায় চালের গাড়ি দাঁড় করিয়ে চাল খেলো গজরাজ। আর এতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৫ নম্বর রাজ্য সড়কের উপর। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনি এলাকায় রাস্তার উপর একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। মূলত হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। রাজ্য সড়কের উপর হাতি উঠে যাওয়ায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।। চালের একটি গাড়ি থেকে চাল বের করে খেয়ে ফেলে হাতি।
এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। বেশ কিছুক্ষণ রাস্তার উপরে দাপিয়ে বেড়ানোর পর স্থানীয় জঙ্গলে চলে যায় হাতিটি। যেভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে একটি পূর্ণ বয়স্ক হাতি খাবারের সন্ধান করে এবং একটি গাড়ি থেকে চালের বস্তা বের করে খায় তাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা, বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দপ্তর।