হাওড়া, ৫ মে:- আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদরে লড়াই এবার ত্রিমুখী। পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি, বাম-কং জোট যুযুধান সব পক্ষই। এবার হাওড়ায় বিভিন্ন দলীয় প্রতীক আঁকা ভিন্ন ভিন্ন স্বাদের সন্দেশ বিক্রি হচ্ছে শহরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে।
মিষ্টির বাজারে দেদার বিক্রিও হচ্ছে ঘাসফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি, হাত আঁকা মিষ্টি। তবে মিষ্টি বিক্রির পরিসংখ্যান দেখে ভোটের হাওয়া কোন দিকে তার আভাস এখনই পাওয়া না গেলেও পছন্দের প্রতীক আঁকা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। হাওড়া ময়দান বঙ্গবাসীর মোড় সংলগ্ন চিন্তামণি দে রোডের ওই মিষ্টির দোকানে এখন বিভিন্ন দলীয় প্রতীক আঁকা মিষ্টির রমরমা। তা কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সেই মিষ্টি কেবল রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকেরাই নন, সাধারণ মানুষও কিনছেন।