এই মুহূর্তে কলকাতা

তৃতীয় দফায় চার আসনে ৩৩৪ কোম্পানি বাহিনী, জানালো কমিশন।

কলকাতা, ৩ এপ্রিল:- অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে রাজ্যে লোকসভা নির্বাচনের পরবর্তী দফা গুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় চার আসনের জন্য মোট ৩৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে আগেই জানানো হয়েছে। এবার চতুর্থ এবং পঞ্চম দফার বাহিনী মোতায়েনের পরিকল্পনাও সামনে আনা হল। কমিশন জানিয়েছে চতুর্থ দফায় রাজ্যের পাঁচ জেলার আট লোকসভা আসনের জন্য মোট ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক ১৫২ কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে। বীরভূমে মোতায়েন করা হবে ১৩০ কোম্পানি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোটে ৮৮ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া কৃষ্ণনগরে ৮১, মুর্শিদাবাদে ৭৩ কোম্পানি, রানাঘাটে ৫৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। মোতায়েন করা হবে ১৫০ র বেশি কুইক রেসপন্স টিম বা কিউ আর টি। লোকসভা নির্বাচনের চতুর্থ দেখায় আগামী ১৩ই মে ওই আটটি আসনে ভোট নেওয়া হবে। এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিমাণ আরো বাড়ানো হচ্ছে। ওই পর্বে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওই দফার জন্য ভিন রাজ্য থেকে আরও ১৬৬ কোম্পানি বাহিনী নিয়ে আসা হবে বলে কমিশন জানিয়েছে। তেলেঙ্গানা থেকে ভোট শেষ হওয়ার পর সেখান থেকে ওই বাহিনীকে নিয়ে আসা হবে।