হুগলি, ২ মে:- প্রচন্ড গরমে ভোট প্রচার থেমে নেই, ঘনঘন ডাবের জলে গলা ভিজিয়ে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার।
হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভার আখনা গ্রাম পঞ্চায়েতের শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। সেখান থেকে মহানাদ এলাকায় বিভিন্ন গ্রামে শোভাযাত্রা সহকারে চলে তার ভোট প্রচার।
Post Views: 269









