এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠা দিবস।

হাওড়া, ১ মে:- ১২৭ বছর আগে ১লা মে ১৮৯৭ সালে কলকাতার বলরাম বাবুর বাটীতে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ আজ তা ১২৮তম বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবারেও বেলুড় মঠে এই বিশেষ দিনটি পালিত হলো ভক্তি, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে। নবনির্মিত অভেদানন্দ কনভেনশন সেন্টারে বুধবার ১মে বিকেল ৪টেয় অনুষ্ঠানের সূচনা হয়। প্রথা মেনে মঠের ব্রহ্মচারী মহারাজদের বৈদিক মন্ত্রোচ্চারণ দ্বারা মূল অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

মঞ্চে মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজকে মাল্যভূষিত করে বরণ করা হয়। স্বাগত ভাষণে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ প্রতিষ্ঠার শুরু থেকে ১২৭ বছরের পথ পরিক্রমার স্মৃতিচারণা করেন। এরপর উপস্থিত মহারাজ ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। আধ্যাত্মিক ও জনহিতকর এই সংগঠন প্রধানত হিন্দু ধর্মের দর্শন ও ভাবধারা প্রসারে ব্রতী। জ্ঞান, ভক্তি, কর্ম-সহ চার আদর্শে দীক্ষিত এই সংগঠনের এদিনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন অসংখ্য আগত, নিমন্ত্রিত ভক্ত ও সাধারণ মানুষ।