হুগলি, ২৫ এপ্রিল:- কল্যাণ বলেন, ক্যাগ রিপোর্ট বেরিয়েছে ৫৬ হাজার প্রাথমিক শিক্ষকে নিয়োগ হয়েছে ২০০৯ সালে পুরোটাই বেআইনি।সব বেআইনি চাকরি ওরা করেছে। আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট ২০০৯ যত চাকরি হয়েছে সেগুলোকে বাতিল করে কিনা। এটা তো আমার কথা না ক্যাগের অডিট রিপোর্টের কথা। সিপিএম হলে কিছু করব না, সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকব। তা বললে কি করে হবে। উঠুন জজেদের কেমন লাগছে এখন শুনতে।
সিপিএম এর জামানায় ২০০৯ সালে ৫৬ হাজার বেআইনি চাকরি হয়েছে কি করে এখন দেখার। শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, ওই ৫৬ হাজার যারা চাকরি পেয়েছিলেন তারা কি তৃনমূলের লোক। যদি না হয় তাহলে কেস করছেন না কেন? সিআইডি দিয়ে তদন্ত করুন। ওনাদের সরকার এখনো তো আছে। যদি ওনার ধক থাকে আমাদের বিরুদ্ধে মামলা করুন। কারা টাকা দিয়েছে কারা নিয়েছে তাদের জেলে ভরুন। আমরা ওনাদের সঙ্গে থাকব রাস্তায়।