এই মুহূর্তে জেলা

ট্রেন ছাড়তে দেরি, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাত্রী বিক্ষোভ।

হাওড়া, ২৩ এপ্রিল:- ট্রেন ছাড়তে দেরি হওয়ায় মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাত্রীরা বিক্ষোভ দেখান বলে জানা গেছে। অভিযোগ, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এদিন সকাল ৬.২০তে ছাড়ার কথা ছিল।কিন্তু ট্রেন সময়ে না আসার সঠিক কারণ না জানতে পারায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। খবর পেয়ে আসে আরপিএফ।দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়সূচী জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে, ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য এদিন ট্রেন আসতে দেরি হয়। এরপর ট্রেনটি বেলা ১০টার কিছু সময় পর হাওড়া স্টেশন থেকে যাত্রীদের নিয়ে রওনা হয়।