হাওড়া, ১৫ এপ্রিল:- বিরিয়ানি দিতে দেরি হাওয়ায় দোকানে চললো হামলা। হোটেলের মালিক ও কর্মীদের মারধরের পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুঠের অভিযোগ উঠেছে এই ঘটনায়। হাওড়ার বেলিলিয়াস রোডের এই ঘটনায় আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। মারধরের ঘটনায় গুরুতর আহতকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
ঘটনায় জড়িতদের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। মারধরের ঘটনার ছবি সিসিটিভি-তে ধরা পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ।