হুগলি, ১৪ এপ্রিল:- বাংলা নববর্ষের প্রথম দিনই জমজমাট শৈব তীর্থ তারকেশ্বর ।আজ বাংলার শুভ নববর্ষ ১৪৩১, আর এই বছরের প্রথম দিনই ভক্তদের সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর। এদিন সকালে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে বাবার মন্দিরে। নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গলকামনায় এবং নিজেদের মনস্কামনায় বাবার মন্দিরে পুজো দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত এসে উপস্থিত হয় তারকেশ্বরে।
অন্যদিকে ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে হালখাতা নিয়ে বহু ব্যবসায়ী এবং স্থানীয় দোকানদাররা বাবার মন্দিরে পুজো দিতে আসেন। ভক্তদের সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে মন্দির চত্বর। এ বিষয়ে আগত ভক্তরা কি জানালেন তা দেখে নেব।