হুগলি, ১২ এপ্রিল:- বালিকুখারি বাঁধে প্রান্তিক প্রায় চল্লিশটি পরিবারের বাস।তাদের অভিযোগ গ্রামের একমাত্র রাস্তাটি কাঁচা, পানীয় জলের সুব্যবস্থা নেই। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আসে গ্রামে ভোট চাইতে প্রতুশ্রুতি দেয় ভোট মিটে গেলেই আর দেখা যায় না। গ্রামবাসী বিজলী দে বলেন, কাঁচা রাস্তায় একটু বৃষ্টিতে কাদা হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না। পানীয় জলও নেই। তাই আমরা ঠিক করেছি এবার ভোট বয়কট। গ্রামে ঢোকার রাস্তায় বাঁশ দিয়ে হলুদ ব্যানারে লিখে সেই বয়কটের ঘোষনা টাঙিয়ে দেওয়া হয়েছে। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, গ্রামবাসীদের রাজ্য সরকারের প্রতি ক্ষোভ রয়েছে।
বিজেপি সরকার রাজ্যে এলে সব দাবী পূরন হবে। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, শুনেছি বাঁধের মানুষ ভয় বয়কটের ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষকে পরিষেবা দেয়। জল রাস্তা সবই হবে যেটুকু বাকি আছে। এখন নির্বাচনের সময় তাই কাজ করা যাবে না। গ্রামবাসীদের অনুরোধ করব ভোট বয়কট না করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে। বিরোধী বিজেপির মধ্যে এই সব হচ্ছে।