এই মুহূর্তে জেলা

বাংলা থেকেই নির্বাচনে লরুক, প্রধানমন্ত্রীর রাজ্যে ঘন ঘন আশায় কটাক্ষ তৃণমূল প্রার্থী কল্যাণের।

হুগলি, ৮ এপ্রিল:- লোকসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। বাংলায় সাত দফার ভোটে জোর কদমে চলছে প্রচার। প্রায় প্রতিদিনই প্রার্থীরা জনসংযোগ রোড শো করছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও সভা করছেন। আজ উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ঘনঘন বাংলায় আসাকে কটাক্ষ করে বলেন, বাংলা থেকে নির্বাচনের লড়াই করুন না বারানসী থেকে কেন? আজ সকালে রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করে উত্তরপাড়া মাখলা এলাকায় রোড শো করে জনসংযোগ এবং নির্বাচনী প্রচার করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে বেরিয়ে তিনি দাবী করেন গত পাঁচ বছরে যে টাকা সংসদের তহবিলে পেয়েছেন তার পুরোটাই খরচ করেছেন। ডেভেলাপমেন্টের কাজের খরচার নিরিখে তিনি বাংলার এক নম্বর এমপি।

এদিন তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী চাইলে বাংলায় ঘর বানিয়ে থাকতে পারে, গোটা দেশের মানুষ জানে তিনি কিভাবে দেশের মানুষকে বোকা বানিয়েছেন। কিভাবে মানুষকে ঠকিয়েছেন, বাংলার মানুষের অধিকারকে কিভাবে কেড়ে নিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন এখনো তো সময় বাকি আছে, প্রয়োজনে তিনি বেনারস সিট ছেড়ে বাংলা থেকে নির্বাচনে লড়াই করুন। প্রচার পথে মাখলায় এক বৃদ্ধা রাস্তায় জল জমা নিয়ে অভিযোগ জানান প্রার্থীকে। উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব বৃদ্ধাকে আস্বস্ত করেন। প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সহ পুরসভার কাউন্সিলররা।