এই মুহূর্তে জেলা

বাড়িতে থাকতেও চোরের হাত সাফাই, চাঞ্চল্য চুঁচুড়ায়।


হুগলি, ৮ এপ্রিল:- পরিবারের সবাই দোতলার ঘরে,একতলায় হাত সাফ করে গেলো চোর। চুরি গেলো হীরে, সোনার গহনা ও নগদ টাকা! চুঁচুড়া টালিখোলার সিংহ বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টালিখোলার বাসিন্দা শ্যামল সিংহ সকালে তখনো ঘুম থেকে ওঠেননি। তার স্ত্রী অঞ্জনা সিংহ পুজো করছিলেন। মেয়ে সংযুক্তা স্কুল শিক্ষিকা। তার ঘরে লেখালেখি করছিলেন। একতলার ঘরের সামনের দরজা বন্ধ ছিল। পিছনের দরজা খোলা ছিল।

সেই দরজা দিয়ে ঢুকে ঘরে থাকা আলমারি খুলে হীরের কানের দূল, আংটি ও নগদ পনেরো হাজার টাকা, এটিএম কার্ড নিয়ে যায় চোর। পুজো শেষ করে নীচে নেমে গৃহকর্ত্রী দেখতে পান আলমারি খোলা। ভিতরে থাকা লাল ব্যাগ উধাও। শ্যামল বাবু পুলিশে খবর দিলে চুঁচুড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। স্থানীয়রা জানিয়েছে যে সময় চুরি হয়েছে সেই সময় টালিখোলায় ভিক্ষা করতে আসে এক মহিলা।তার দিকেই সন্দেহ। তবে পুলিশ এলাকার সিসিটিভি দেখে চোর চেনার চেষ্টা করছে।