হুগলি, ২৭ মার্চ:- মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বৈদ্যবাটি ১৮ নম্বর ওয়ার্ডের রামমোহন সরণিতে। সেখানকার এক দম্পতি জানান আগের বছর জুন মাসে রামমোহন সরণিতে বাড়িটি তারা কেনেন তারপর থেকেই স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার দাবি করা হয় তাদের কাছে। তবে শুধু টাকাই নয় বিভিন্ন সময় পুজোর সামগ্রিক থেকে শুরু করে অন্যান্য জিনিসের দাবী জানায় ক্লাব।
পুজোর সামগ্রিকসহ অন্যান্য জিনিস দিলেও ৫ লক্ষ টাকায় দিতে না পারায় তাদের ওপর দিনের পর দিন অত্যাচার করতে থাকে কিছু সংখ্যক মানুষ। গতকাল বিকালে সেই অত্যাচার চরম সীমায় পৌঁছায় স্বামী ও স্ত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল রাতেই স্ত্রী কে নিয়ে পুলিশের দারস্ত হন রবীন্দ্র কুমার সাউ। আজ অভিযোগের ওপর ভিত্তি করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগের উপর ভিত্তিতে তদন্তে নেবে দুজনকে আটক করে শ্রীরামপুর থানার পুলিশ।