এই মুহূর্তে জেলা

যৌথ মঞ্চের আহ্বানে আজ নবান্ন অভিযানের ডাক।


হাওড়া, ১৪ মার্চ:- রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ-এর আহ্বানে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুরে হাওড়া ফেরিঘাটে জমায়েত ডাকা হয়েছে। ইতিমধ্যেই সেখানে জমায়েত শুরু হয়েছে।

বিভাজনের রাজনীতি বন্ধ হোক, রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শূণ্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘ রিলিফের দাবিতেই আজ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।