এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯তম জন্মতিথি পালিত হচ্ছে কামারপুকুরে।

হুগলি, ১২ মার্চ:- আজ ২৮শে ফ্লাগুন। রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম জন্মতিথি ও উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে হুগলীর কামারপুকুর এ। সকাল থেকেই ভক্তদের ভিড়। আজ থেকে তিনদিন ব্যাপি রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথি ও উৎসব পালিত হবে কামারপুকুর এ। আজ ভোর সাড়ে চারটের সময় মঙ্গলারতি ও বেদ পাঠের মাধ্যমে আজকের দিনটি সূচনা হয়। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, বিশেষ পুজো ও চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে সাতটায় এক বিশেষ শোভাযাত্রা কামারপুকুর এলাকা পরিক্রমা করে। যেখানে প্রচুর ভক্ত শোভাযাত্রায় পা মেলান। হাজার হাজার মানুষ কামারপুকুরে উপস্থিত হয়ে ভক্তি নিবেদন করেন। প্রত্যেক বছরের ন্যায় এবারেও প্রশাষনের পক্ষ থেকে সুষ্ট ব্যবস্থা করা হয়েছে। আজ সারাদিন শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পুজোপাঠ আলোচনা ভজন নাম সংকীর্তন আয়োজিত হবে। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্য প্রসাদ বিতরণ করা হবে রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে।

,