এই মুহূর্তে কলকাতা

সি এ এ কার্যকর হওয়ায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ রাজ্যের।

কলকাতা, ১২ মার্চ:- দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব কার্যকর হওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যের কোথাও যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই জন্য সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে। সিএএ লাগু হওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানেই জেলার পুলিশ সুপার

এবং পুলিশ কমিশনারদের আইনশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বিশেষভাবে যত্নবান হওয়া নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের কোনও মিটিং মিছিলে অপ্রীতিকর ঘটনা যাতে কোনওভাবে না ঘটে সেই দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক সংগঠন মিছিলসহ নানা কর্মসূচির ডাক দিয়েছে। এই মিছিলগুলিতে যাতে কোনওভাবেই অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তা নিশ্চিত করার কথা নির্দেশ দেওয়া হয়েছে।