হুগলি, ৪ মার্চ:- পোলবার আলিনগরে যাত্রীবাহী বাসের দূর্ঘটনা,মৃত এক যাত্রী আহত ছয়। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। একহাতে স্টিয়ারিং এক হাতে চায়ের ভাঁড় বাস চালকের, নিয়ন্ত্রণ হারালো বাস, প্রাণ গেলো এক যাত্রীর আহত ছয় জন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে, তারপর উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটির পিছন দিকে ধাক্কা লাগে ডাম্পারের। মৃতা চুঁচুড়া মনসাতলার বাসিন্দা মৃত নিলুফা বেগম ইয়াসমিন (৩৫)। দাদপুরের বালিকুখারি গ্রামে তার এক আত্মীয় প্রয়াত হয়েছিলেন সেই বাড়ি থেকে ফিরছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাসটি যাত্রী নিয়ে তারকেশ্বর থেকে চুঁচুড়া ফিরছিল। আলিনগরে একটি ত্রিপল কারখানার কাছে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে। ডানদিকে কাটিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়।গাছে ধাক্কা এবং নিয়ন্ত্রণ হারানোয় বাসের যাত্রীরা অনেকেই আসন ছেড়ে পরে যান। এক যাত্রী বাসের ঝাঁকুনিতে মাথা বেরিয়ে যায়। ডাম্পারের পিছনে লেগে মাথা থেঁতলে যায়। পোলবা থানার পুলিশ স্থানীয়দের সাহায্যে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে বাসটির চালক আলিনগর থেকে চা কিনে চা খেতে খেতে বাস চালাচ্ছিল।