এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় মন্দিরের দেবত্বর সম্পত্তি গায়ের জোরে দখল করার চেষ্টা দুষ্কৃতীদের।


হুগলি, ২৯ ফেব্রুয়ারি:- দীর্ঘদিনের ঐতিহ্যবাহী উত্তরপাড়া মাখলা অঞ্চলে মাতৃ মন্দিরের দেবত্বর সম্পত্তি দুষ্কৃতীদের সাথে নিয়ে গায়ের জোরে দখল করার চেষ্টা। তীব্র প্রতিক্রিয়া এলাকার মানুষের মধ্যে। ব্যাপক বিক্ষোভ উত্তাল হয়ে উঠল মন্দির চত্বর। এলাকার মানুষ সংঘটিতভাবে ভেঙে দিল প্রোমোটারদের তৈরি করা প্রাচীর। অভিযোগের তির শাসক দলের দিকে। এলাকার মানুষের অভিযোগ শাসকদলের মদতে জাল কাগজ বানিয়ে কিছু প্রোমোটার দেবত্ব সম্পত্তি দখল করার চেষ্টা করছে। দুষ্কৃতীদের জড়ো করে এলাকার মানুষকে ভয় দেখিয়ে জোর করে আজ পাঁচিল দেওয়ার চেষ্টা করছিল জমি মাফিয়ারা। এলাকার মানুষ পুলিশ অভিযোগ জানালে পুলিশ ওই পাঁচিল দেওয়ার কাজ বন্ধ রাখতে বলে।

তারপরেও গায়ের জোরে কাজ করছিল প্রোমোটার বাহিনী, যাকে ঘিরে ব্যাপক ক্ষোভ সংঘটিত হয় এলাকার মানুষদের মধ্যে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও তৃণমূল নেতা মানিক সিংহ রায় দাবি করেছেন শাসকদলের কেউ এই ঘটনার সাথে যুক্ত নয়। তারা এলাকার মানুষের সাথে আছেন। অপরদিকে সিপিআইএম থেকে শুরু করে বিরোধীরা একযোগে অভিযোগ তুলেছে ঘটনার সাথে শাসক দল ওতপ্রোতভাবে জড়িত। সিপিআইএম নেতা আভাস গোস্বামী অভিযোগ করেন গোটা রাজ্যটাই শাসক দল সন্দেশখালি বানিয়ে ফেলেছে। রাজনৈতিকভাবে সিপিআইএম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এর বিরুদ্ধে মানুষের সাথে আন্দোলনে আছে।