প্রদীপ বসু, ২৪ ফেব্রুয়ারি:- মোদি সরকারের অস্রুত প্রকল্পে শ্রেষ্ঠ হল বাংলার ১১ টি পৌরসভা। রাজ্যে কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত প্রকল্পের প্রশ্ন তুলেছিল মোদি সরকার। এবার সেই মোদি সরকার বাংলার ১১ টি পৌরসভাকে পুরষ্কৃত করতে চলেছে। এর মধ্যে দুটি পৌরসভা হুগলির। উত্তরপাড়া এবং চাপদানি।
নিকাশি, পানীয় জল সরবরাহ সহ একাধিক প্রকল্পে ভালো কাজ করার জন্য আগামী ৫ মার্চ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর কাজ থেকে পুরষ্কার সংগ্রহ করবেন পৌরসভার আধিকারিকেরা। চাপদানি থেকে পৌরপ্রধান সুরেশ মিশ্র দিল্লি গিয়ে পুরষ্কার নিয়ে আসবেন।তার আগে এক সাক্ষাৎকারে কি বললেন তিনি শুনব।