হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- সাতসকালেই ইডির তল্লাশি অভিযান হাওড়ায়। শিবপুরের হালদার পাড়ায় মাছ ব্যবসায়ীর পার্থ প্রতিম সেনগুপ্তের ফ্ল্যাটে চলছে তল্লাশি। অভিযোগ, শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। টাকা সাইফনিং এর অভিযোগ। জমি প্রতারণার মাধ্যমে টাকা পাচার হয়েছে বলেও অভিযোগ। তদন্তে সাতসকালেই হাজির ইডি আধিকারিকরা।
Post Views: 245