এই মুহূর্তে জেলা

আধার নিষ্ক্রিয়তার চিঠি হুগলিতেও, নতুন করে বায়োমেট্রিকও করাচ্ছেন অনেকে।

হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- ইউ আই ডি এ আই থেকে আধার নিষ্ক্রিয় করার চিঠি ধরানো হয়েছে বহু মানুষকে। আধার বাতিল হলে সরকারি পরিষেবা থেকে গ্যাসের ভর্তুকি ব্যাঙ্ক লেনদেনে সমস্যা হবে ভেবে আতঙ্কিত হয়ে পরেন তারা। হুগলির কোদালিয়া -১ ও ২ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র নগর সুকান্ত নগর কৃষ্ণপুর এলাকায় অনেকের আধার চিঠি এসেছে। মোগরা-১ গ্রাম পঞ্চায়েতের সুকান্ত পল্লী, মাঠাপারা, ভেরিকুটি, নতুন গ্রাম, জয়পুর, পাম্প কলোনী এলাকার প্রায় সত্তর জনের কাছে চিঠি পৌঁছেছে। মাঠপাড়ার বাসিন্দা সুনীল মল্লিক বলেন, ইংরেজিতে চিঠি এসেছে। কিছু বুঝিনি গ্রামের সদস্য বলল আধার নিষ্ক্রিয় করা হয়েছে। সমস্যা হবে আধার না থাকলে। রবীন্দ্রনগরের বাসিন্দা হেমলতা বৈরাগী বলেন, চিঠি এসেছে এখন ভয় করছে। আধার বাতিল হয়ে গেলো কি হবে। আধার কার্ড দিয়ে ব্যাঙ্কের বই করেছি এখন যদি টাকা না তুলতে পারি। দিলীপ কুমার রায় বলেন, চিঠি পাওয়ার পর চুঁচুড়া ডাকঘরে গিয়ে বায়োমেট্রিক আপডেট করাই। ডাকঘর থেকে বলেছে এক মাসের মধ্যে আধার কার্ড পেয়ে যাব।

চুঁচুড়া মুখ্য ডাকঘর সূত্রে খবর, যারা আধার নিষ্ক্রিয় হবার চিঠি পেয়েছেন তারা অনেকেই ডাকঘরে আসছেন। ষার টাকা নিয়ে তাদের বায়োমেট্রিক আপডেট করে দেওয়া হচ্ছে। কোদালিয়া-১ পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ বলেন, আমাদের কাছে অনেকেই আসছেন বলছেন আধার কার্ড বাতিল হয়ে গেছে। আধার কার্ড ছাড়া এখন প্রায় কোনো কাজই হয়না। আধার কেন্দ্রের বিষয় তাই তারা করছে। পশ্চিমবঙ্গের আধারের দায়িত্ব প্রাপ্তরা বলছেন তারা জানেন না। এটা বাংলা থেকে হয়নি। ২৮ এ ধারায় আধার নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। যে ধারা বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কেন যারা বিদেশী নয় তাদেরও আধার নিষ্ক্রিয় করা হল সে প্রশ্ন উঠছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আধার বাতিল হবে না।নিষ্ক্রিয় হওয়া আধার আবার সক্রিয় হয়ে যাবে।তার জন্য একটা ফর্ম পূরন করতে হবে।