এই মুহূর্তে জেলা

জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।

হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার মালিপাঁচঘড়ায়। বুধবার গভীর রাতে প্রথম ঘটনাটি ঘটে হাওড়ায় সালকিয়ার গোপাল ঘোষ লেনের একটি গেঞ্জি প্রিন্টিংয়ের কারখানায়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গেছে, পাশেই বস্তি ছিল। তবে দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। তিনতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। প্রায় আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে কারখানার ক্ষতি হলেও কোনও হতাহতের খবর নেই। দমকলের অভিযোগ, ওই কারখানায় কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলনা।অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে বাঁধাঘাটে তুলোর গুদামে। ভয়াবহ আগুনে ২৯/৪১, জে এন মুখার্জি রোডের ২ হাজার স্কোয়ার ফুটের গুদামটি আগুনে ভস্মীভূত হয়। সকাল ৮-৫০ নাগাদ আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।