এই মুহূর্তে কলকাতা

সন্দেশখালির ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত দরকার , রাজ্যপাল।

কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালির ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মনে করেন। সম্প্রতি রাজ্যপাল রাজ্যবাসীর উদ্দ্যেশে তাঁর চতুর্থ রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে তিনি সন্দেশখালির সাম্প্রতিক ঘটনাবলিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। রাজ্যপাল চান, রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বদলি করা হোক। রাজ্য সরকার নিজেদের স্বচ্ছ প্রমাণ করার জন্য সমস্ত পদক্ষেপ করুক। রাজ্যপাল তাঁর রিপোর্ট কার্ডে জানান, তিনি ১২ ফেব্রুয়ারি সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা ঘুরেছেন। মহিলাদের সঙ্গে কথা বলেছেন। অনেক মহিলা তাঁকে লিখিত এবং মৌখিকভাবে বহু অভিযোগ করেছেন।

সে সবের মধ্যে মহিলাদের যৌন নির্যাতন থেকে শুরু করে জোর করে জমি দখল, লাগাতার হুমকি, পুলিশি নিষ্ক্রিয়তার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি জানান, পুলিশ দুষ্কৃতীদের হাতের পুতুলের মতো কাজ করেছে। পুলিশ স্থানীয়দের অভিযোগ নিতে চায়নি অনেক ক্ষেত্রে, উল্টে তারা বাসিন্দাদের সমাজবিরোধীদের সঙ্গে আপস করে নিতে পরামর্শ দিয়েছে। পুলিশ এবং রাজনৈতিক কর্তৃপক্ষ সব জেনেশুনেও এক বিরক্তিকর নীরবতা পালন করে চলেছে দিনের পর দিন। আইনভঙ্গকারীরাই আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। এলাকার বাসিন্দারা বুঝতে পারছেন না, কারা হামলাকারী, কারা তাদের নিরাপত্তা দেবে।