এই মুহূর্তে জেলা

স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে এসে গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র।


হুগলি, ২৬ জুন:- স্কুল পালিয়ে বন্ধুদের সাথে উত্তরপাড়ায় ঘুরতে এসে গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র। উত্তরপাড়া থেকে আরিয়াদহ যাওয়ার ফেরি সার্ভিস আছে।লঞ্চ ধরার জন্য তাড়াহুড়ো করতে গিয়েই বিপদ।লঞ্চ ধরতে না পেরে গঙ্গায় পরে যান। এখনো পযন্ত খোঁজ পাওয়া যায় নি। গঙ্গায় তলিয়ে যাওয়ার পড়েই উদ্ধারে এগিয়ে এসেছিলেন জলসাথী প্রকল্পের এক যুবক।

কিন্তু উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। ওই যুবক আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নাম মলয় প্রামানিক (১৭) ছাত্ররা প্রত্যেকেই স্কুলের পোশাক পরেই এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে স্কুলে না গিয়ে ছাত্ররা উত্তরপাড়ায় কেন আসলো।বেশ কয়েকজন ছাত্র মিলেই স্কুল পালিয়ে উত্তরপাড়ায় এসেছিল।