এই মুহূর্তে জেলা

চন্দননগরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে সাড়ে সাত ঘন্টা ম্যারাথন তল্লাশি ইডির।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- সাড়ে সাত ঘন্টা ম্যারাথন তল্লাশির পর চন্দননগরের সন্দীপ সাধুখাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি অধিকারীরা। পঞ্চায়েত কর্মীকে আগামী সোমবার ১২ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্স এ তলব করা হয়েছে। তল্লাশি চলাকালীন সন্দীপের বাড়ি সংলগ্ন পাশেই ছিল তার একটি তেল মিল সেখানেও তল্লাশি চালায় ইডি। বন্ধ তেল মিলে কিছু যন্ত্রাংশ একটি চারচাকা গাড়ি কয়েকটি সাইকেল রয়েছে। ম্যারাথন তল্লাশি অভিযানে সন্দীপের বাড়িতে ছিলেন তার প্রতিবেশী প্রদীপ সেন।

তিনি জানান, পঞ্চায়েতের কাজ সংক্রান্ত কিছু নথি ইডি আধিকারীকরা নিয়ে যায়। সন্দীপকে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তল্লাশি শেষে সন্দীপের বাড়ি থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেছে তা লিখিত আকার একটি প্রিন্ট আউট নিয়ে আসেন ইডি আধিকারিকরা। এই তল্লাশিতে কি তথ্য কি নথি পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করেই বা কি জানা গেছে সে বিষয়ে নিরুত্তর ছিলেন ইডি আধিকারিকরা। তবে একশ দিনের কাজের দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করতে সন্দীপকে সোমবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে।