হুগলি, ২ ফেব্রুয়ারি:- তরুণ মুখোপাধ্যায় প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনে ফুল ক্যাডবেরি পেন দিয়ে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি সুবীর ঘোষ(ভাই)। গত দশ বছর ধরে প্রশংসনীয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন সুবীর বাবু। এদিন সুবীর বাবু জানান গত দশ বছর ধরে আমাদের ১০ ওয়ার্ড থেকে জীবনের যারা প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের এই ভাবেই শুভেচ্ছা জানাই, এ বছরও আমরা পরীক্ষার প্রথম দিন সকাল থেকে ওয়ার্ডে যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের আগাম শুভেচ্ছা জানালাম।
ভালো ফল করার জন্য, শুধু তাই নয় আমাদের এই ওয়ার্ড থেকে যে সমস্ত পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গেছে তাদের প্রত্যেককে আমরা বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি, আমরা মনে করি আজকে যারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে তারা আগামী দিনে যাতে জীবনের চলার পথে সাফল্য লাভ করবে এবং সমাজের একজন সৎ মানুষ হয়ে মানুষের সেবা করবে।