এই মুহূর্তে জেলা

হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে সভা হাওড়ায়।


হাওড়া, ৩১ জানুয়ারি:- রেলের হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা হলো হাওড়ায়। বুধবার বিকেলে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের বিপরীতে ওই সভার আয়োজন করা হয়। ডিআরএম অফিসে দেওয়া হয় ডেপুটেশন। এদিন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রেল হকারদের উপর আরপিএফ নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে।

তাদের উপর জুলুম চালানো হচ্ছে। রেল দপ্তর, রেল লাইন, স্টেশন সবই কেন্দ্রীয় সরকারের হতে পারে। কিন্তু যেগুলো রয়েছে তা সবই এই রাজ্যের মাটিতে। রেল রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেভাবে কর্মকাণ্ড চলছে এর প্রতিবাদ করতে হবে। প্রকৃতপক্ষে এই কাজ ঘটানো হচ্ছে যাতে রেলকে বেসরকারিকরণ করা যায়।