এই মুহূর্তে জেলা

এক ফোনেই গায়েব ৫ লক্ষ, অসহায় হিন্দমটরের বৃদ্ধ দম্পতি।

হুগলি, ৩১ জানুয়ারি:- এক ফোনে উধাও ৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলীর হিন্দমোটরের, প্রফুল্লচাকী রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত কে উনার ব্যাঙ্ক এ সঞ্চিত ২ লক্ষ টাকার একটি ফিক্সট ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও একটি ৩ লক্ষ টাকার এম.আই.এস ছিলো। এর পরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে। তারপর তাকে ও.টি.পি. ও কে.ওয়াই.সি হোয়াটস্যাপ এ পাঠাতে বলেন।

তিনি ফোনে সেই ব্যক্তি কে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন তার পরেই ব্যাঙ্ক থেকে নিমেষে উধাও ৫ লক্ষ টাকা। এখন এই দম্পতি (তপন সেনগুপ্ত (৭৬) ও গৌরী সেনগুপ্ত (৬৪)) আত্মহত্যা করবেন বলে দাবী করছেন। দম্পতির জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান সেও তাদের কে দেখেন না তার ওপরে এইভাবে ব্যাঙ্ক থেকে টাকা উধাও তারা জানায় আত্মহত্যা করা ছিল তাদের কোন উপায় নেই। তপন সেনগুপ্ত বোকারো স্টিলে সুপারভাইজার ছিলেন ১৫ বছর আগে রিটায়ার্ড ছেলে থেকেও নেই।