হুগলি, ২৯ জানুয়ারি:- সোমবার দুপুর নাগাদ মল্লিক পাড়ার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে এক ব্যাক্তি। বলে সোনার পেনডেন্ট আর কানের দুল দেখাতে। দোকান মালিক লক্ষ্মিকান্ত সাঁতরা সোকেশ থেকে পেনডেন্ট কানের দুল বের করে দেখাতে থাকেন। আরও দু একটা জিনিস দেখতে বলে। দোকানদার একটু অন্যমনস্ক হতেই খামে ভরা তিন জোরা দুল, তিনটে পেনডেন্ট ও একটি গোল্ড লকেট পকেটে পুরে নেয় নকল ক্রেতা। এরপর আসছি বলে বেরিয়ে যায়। সোনার দোকানের মালিক দেখেন গহনা উধাও। পরক্ষণেই তিনি বুঝতে পারেন ক্রেতা সেজে গহনা চুরি করে পালিয়েছে।
লক্ষ্মীকান্ত সাঁতরা শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুরে গত ছত্রিশ বছর ধরে ব্যবসা লক্ষ্মিকান্ত সাঁতরার। তার বাড়ি সিঙ্গুরে। তিনি জানান, প্রায় লক্ষাধিক টাকার গহনা নিয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা চিন্তিত। উল্লেখ্য, গত বছর ২২ শে নভেম্বর শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গালাই এর দোকানে নকল আয়কর অফিসার সাজে চার জন হানা দেয়।আড়াই লাখ টাকা ও সোনা নিয়ে চম্পট দিয়েছিল। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত হয়, চার নকল আয়কর অফিসারকে গ্রেফতার করে পুলিশ।